মুম্বাইয়ের বিপক্ষে সুযোগ পাবেন তো মোস্তাফিজ?

মোস্তাফিজ ও ধোনি
মোস্তাফিজ ও ধোনি  © ফাইল ফটো

বিগত ১৬ আসরের ১০টির শিরোপা গেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ঘরে। আইপিএলের সবচেয়ে সফল দুই দল তারা। চলতি মৌসুমে দুই দল প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে।

দুই দলের এই লড়াইয়ে  বাংলাদেশের ভক্তদের বাড়তি নজর থাকবে। কেননা কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর  এই ম্যাচে চেন্নাইয়ের জার্সিতে খেলতে পারেন। পাথিরানার ফিট না হওয়া মোস্তাফিজের দলে থাকার সম্ভাবনা আরও বাড়িতে দিয়েছে।

৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার ফিজ। আছেন সেরা উইকেট সংগ্রাহকের দৌড়েও। অবশ্য ৯ উইকেটের ৮টিই ফিজ শিকার করেছেন ধীরগতির পিচে। তাই কিছুটা সংশয় দেখা দিয়েছে ফিজের দলে থাকা নিয়ে। কেননা মুম্বাইয়ের পিচ ব্যাটিং সহায়ক।

চেন্নাইয়ের একাদশে আজ মুস্তাফিজের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরির কথা শোনা গেছে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথাতেও। নিজের ইউটিউব চ্যানেলে তামিল ধারাভাষ্যকার নানি সত্যনারায়ানানকে সঙ্গে নিয়ে চেন্নাই-মুম্বাই ম্যাচ নিয়ে আলোচনা করেছেন। 

সেখানেই আলোচনায় একজন বলেন, ‘পাথিরানা যদি ফিট থাকে তাহলে ওয়াংখেড়ে আমি ওকে খেলাব। কারণ মোস্তাফিজ অনেক বেশি স্লোয়ারে নির্ভরশীল। মুম্বাইয়ের মাঠে এটা তাকে বিপদে ফেলতে পারে। পাথিরানা ফিট থাকলে আমি তাই মোস্তাফিজকে একাদশের বাইরে রাখতাম। আমি জানি না, পাথিরানা ফিট আছে কি না।’

এরপর আরেক প্রশ্নের উত্তরে নানি নিজের মতামত জানিয়েছেন। তার বিশ্বাস এই ম্যাচে চেন্নাইয়ের তুরুপের তাস হতে পারেন মোস্তাফিজ। শুরুতে রোহিত শর্মাকে ফেরানোর দায়িত্ব ফিজকেই নিতে হবে বলে মনে করেন নানি। এ ছাড়া রবীন্দ্র জাদেজাও রোহিতকে শিকার করতে পারেন বলে ধারণা তার।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, সামির রিজভী, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুশার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাহিশ থিকসানা। 

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া, রোমারিও শেফার্ড, মোহাম্মদ নবী, জেরাল্ড কোয়েটজে, শ্রেয়াশ গোপাল, জাসপ্রিত বুমরাহ 


সর্বশেষ সংবাদ