খেলা চলাকালে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল মুস্তাফিজকে

মোস্তাফিজকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে
মোস্তাফিজকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে  © সংগৃহীত

নিজের ১০তম ওভার ও দলের ৪৯তম ওভারের বল আর করা হলো না মুস্তাফিজের। ওভারের প্রথম বলটি করতে রান আপের মধ্যেই আটকে গেলেন। পরে চেষ্টা করেও আর বল করতে পারেননি। জাকের আলী ও এনামুল হক বিজয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। 

ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে এই বাঁহাতি পেসারকে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

এদিকে সিরিজ নির্ধারিত ম্যাচে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। জানিথ লিয়ানাগের ১০১ রানের অপরাজিত রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ব্যাট করে ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।


সর্বশেষ সংবাদ