টি-টুয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে তামিমের সঙ্গী সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

ব্যাট হাতে অনবদ্য এক মাইলফলকে নাম লেখালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশিদের মধ্যে সবার আগে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এদিন ১৬ বলে ২৭ রান করে আউট হন সাকিব। এদিন ওয়ান ডাউনে ক্রিজে নেমে ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

সবার আগে ৭ হাজার রানের মাইফলকে পৌঁছান টাইগার ওপেনার তামিম ইকবাল। তার লেগেছিল ২৪২ টি ইনিংস। তামিমের রান ৭৩৮৬। সাকিবের লেগেছে ৩৮৭ ইনিংস। সাকিবের নামের পাশে এখন ৭ হাজার ১৯ রান। সংক্ষিপ্ত সংস্করণে সাকিব ৪৭৪ উইকেট নিয়েছেন। 

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বাকিরা আছেন বেশ দূরে। টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিম-সাকিবের পেছনে থাকা মুশফিকুর রহিম এখনো ৬ হাজার রানের ঘরেই প্রবেশ করতে পারেননি। ২৪৬ ইনিংসে ২৯.৫৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৬১৯ রান। ২৮০ ইনিংসে ২৪.৮৯ গড়ে মাহমুদউল্লাহ রিয়াদের রান ৫৫৭৬।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। রনি তালুকদার ও হেনড্রিকসের ব্যাঠে ভালো শুরু পায় রংপুর। ৪১ বলে তারা গড়েন ৬১ রানের জুটি। 

সপ্তম ওভারে রনিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নিহাদুজ্জামান। ১৭ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন রংপুর ওপেনার। তিনে নেমে ঝড়ো শুরু করেন সাকিব। হেনড্রিকসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ১৬ বলে ২৭ রান করেন এই অলরাউন্ডার। অপরপ্রান্তে ব্যাট করা রিজা পঞ্চাশ পূর্ণ করেন ৩৬ বলে। এরপর বেশিক্ষণ টেকেননি। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে হারান উইকেট।

আরও পড়ুন: বিপিএলের ২৬তম ম্যাচে সেঞ্চুরি করে যা বললেন তাওহিদ হৃদয়

চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। ৪৬ বলে তাদের ৮৯ রানের অপরাজিত জুটিতে আসরে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহের দেখা মিলল। ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন নিশাম। সোহান খেলেন ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস।


সর্বশেষ সংবাদ