বিপিএলের দশম আসরে প্রথম ফিফটি ইমরুলের

 ইমরুল কায়েস
ইমরুল কায়েস  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস। উদ্বোধনী ম্যাচে ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ওপেনার। তার নেতৃত্বেই তিনটি (২০১৮, ২০২২ ও ২০২৩ সাল) শিরোপা উৎসব করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএলের দশম আসর থেকে তাকে আর নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে না। তাকে সরিয়ে ওপেনার লিটন দাসকে অধিনায়ক করছে ফ্র্যাঞ্চাইজিটি।

মূলত কিছু ম্যাচে তাকে একাদশের বাইরে রাখার পরিকল্পনা থেকেই অধিনায়কত্ব থেকে এই ওপেনারকে সরানো হয়েছে, বলে গুঞ্জন রয়েছে। তবে কুমিল্লার সিদ্ধান্তে যে কিছুটা খুঁত আছে, দশম আসরের উদ্বোধনী ম্যাচেই সেই প্রমাণ দিলেন এই ওপেনার। নেতৃত্বভার হারানোর ক্ষোভ গণমাধ্যমে না ঝাড়লেও মাঠে ঠিকই উগরে দিয়েছেন তিনি। এটি চলতি বিপিএলের প্রথম হাফ-সেঞ্চুরি।

এর আগে, আজ শুক্রবার দুপুরে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের। দিনের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যটিংয়ে পাঠান দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান।

দুর্দান্ত ঢাকা: মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।


সর্বশেষ সংবাদ