আইপিএলে মোস্তাফিজের নতুন ঠিকানা ধোনির চেন্নাই
- টিডিসি স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
প্রতিবারের মত এবারও আইপিএলের নিলামে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য দুই কোটিতে রুপিতে তাকে দলে টেনেছে আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র ধোনির চেন্নাই সুপার কিংস।
গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে এবার নিলামের আগে ছেড়ে দেয়।
আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে মোস্তাফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। হায়দরাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ।
এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার ধোনির চেন্নাই হলো টাইগার পেসারের নতুন ঠিকানা।