টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাবর আজম এবং সাকিব আল হাসান
বাবর আজম এবং সাকিব আল হাসান  © সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে কলকাতার ইডেন পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ জয়ের পর টানা পাঁচ ম্যাচ হারে। পাকিস্তানও তাদের প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচ হারে। দুই দলেরই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে এসেছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে সাকিব-বাবরের লড়াই শুরু দুপুর আড়াইটায়। পাকিস্তানের বিরুদ্ধে সাকিবরা খেলবেন পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকে। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পাকিস্তান। 

দুই দল পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ৩৫টি। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩৩টি। বিশ্বমঞ্চে এ নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দুই দলের। এর আগে, দুই বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। দুই দলই একবার করে ম্যাচ জিতেছে।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর টানা পাঁচ ম্যাচে হার। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরে গেছে সাকিবরা। বাজে পারফরম্যান্সের কারনে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কঠোর সমালোচনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। 

এদিকে, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর পথ হারায় পাকিস্তান। বাংলাদেশের মত হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারাও। ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা চার ম্যাচ হেরেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। 

আরও পড়ুন: ইডেনে আজ সাকিব-বাবরের ভাগ্য পরীক্ষা

বাংলাদেশর একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।


সর্বশেষ সংবাদ