ইডেনে আজ সাকিব-বাবরের ভাগ্য পরীক্ষা

বাবর আজম এবং সাকিব আল হাসান
বাবর আজম এবং সাকিব আল হাসান  © সংগৃহীত

ক্রীড়াঙ্গনে আজ ব্যস্ততম একটি দিন। যেখানে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলেরই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন প্রায় ফিকে হয়ে এসেছে। বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ সবসময়ই মর্যাদার।  কলকাতার ইডেন গার্ডেনে আজ সাকিব-বাবরের ভাগ্যপরীক্ষা। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে দুই দলের লড়াই শুরু দুপুর আড়াইটায়। পাকিস্তানের বিরুদ্ধে সাকিবরা খেলবেন পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকে। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পাকিস্তান। 

দুই দল পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ৩৫টি। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩৩টি। বিশ্বমঞ্চে এ নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দুই দলের। এর আগে, দুই বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। দুই দলই একবার করে ম্যাচ জিতেছে।

চলতি বিশ্বকাপের মঞ্চেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে পরবর্তী ম্যাচগুলোতে সেই ধারা ধরে রাখতে পারেনি পাক বাহিনী। টানা চার ম্যাচ হেরে এখন সেমির দৌড় থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে তারা। টানা হারের বৃত্তে থাকা এই দুই দল আজ মাঠে নামছে মুখোমুখি লড়াইয়ে।

এদিকে বিশ্বকাপে টানা পাঁচ হারে সেমিফাইনালের পাশাপাশি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও হারাতে বসেছে বাংলাদেশ। তাই বাকি তিন ম্যাচ জিতে আসন্ন এই ট্রফিতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আজ বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম/শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন: মাহমুদউল্লাহকে ওপরে খেলাও: ওয়াসিম আকরাম

বাংলাদেশের বিপক্ষে আজ গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাকিস্তানের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ/সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।


সর্বশেষ সংবাদ