মেসিকে পেয়ে স্বপ্ন সত্যি ডেভিড বেকহামের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৩, ০৮:৫৬ AM
প্রথমবারের মতো গোলাপি জার্সি গায়ে জড়িয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে এসে ফের ১০ নম্বর জার্সি ফিরে পেলেন ৩৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। 'হ্যাঁ বন্ধুগণ, মিয়ামিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে!' হাস্যোজ্জ্বল মুখে এভাবেই ইন্টার মিয়ামির সমর্থকদের সামনে প্রথমবার হাজির হলেন তিনি। এদিকে সাবেক ইংলিশ তারকা ফুটবলার এবং মিয়ামির একাংশের মালিক ডেভিড বেকহাম মেসির সঙ্গে চুক্তির স্বাক্ষরের পর এ অর্জনকে ‘স্বপ্ন সত্যি হওয়া’ হিসেবে উল্লেখ করেছেন।
এক সময় ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে ক্লাব ক্যারিয়ার গড়েছিলেন বেকহাম। স্টাইলিশ এই তারকা এরপর ২০০৭ সালে ‘লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি’তে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখান। পরবর্তীতে বনে যান আস্ত একটা ক্লাবের মালিক। তারই দলের জার্সি গায়ে জড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। শনিবার মায়ামির সঙ্গে সাবেক পিএসজি ফরোয়ার্ড আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন।
বিশ্বজয়ী এ ফুটবল তারকার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে কাল চুক্তি স্বাক্ষরও করেছে মায়ামি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে নতুন ক্লাবের হয়ে চুক্তি করে মেসি বলেন, ‘আমার ক্যারিয়ারে পরবর্তী গন্তব্য ইন্টার মিয়ামির হয়ে শুরু করতে পেরে খুবই আনন্দিত।’ মেসি আরও বলেন, ‘এটা দারুণ এক সুযোগ এবং একসাথে আমরা এই ক্লাবকে সুন্দর ভাবে গড়তে কাজ করবো।’
মেসির সঙ্গে নতুন এই অধ্যায় শুরু নিয়ে বেশ উচ্ছ্বসিত বেকহাম, ‘আজ স্বপ্ন সত্যি হলো। লিওর (মেসি) মতো উঁচুমানের খেলোয়াড়কে আমাদের ক্লাবে যোগ দিতে দেখার চেয়ে গর্বের আর কী হতে পারে! তবে আমি আমার একজন বন্ধুকে, এই অসাধারণ মানুষটিকে এবং তার সুন্দর পরিবারকে আমাদের কমিউনিটিতে স্বাগত জানিয়ে রোমাঞ্চিতও।’
মেসিকে নিয়ে বেকহাম বলেন, ‘আমাদের গল্পের পরবর্তী অধ্যায়টা এখানেই শুরু হলো। ১০ বছর আগে আমি যখন এই যাত্রাটা শুরু করি (ইন্টার মিয়ামির মালিক হন), আমি স্বপ্ন দেখেছি বিশ্বের সেরা খেলোয়াড়টিকে মায়ামিতে নিয়ে আসার...এমন খেলোয়াড় যে ঠিক তেমনই উচ্চাকাঙ্ক্ষী হবে, আমি যেমনটি ছিলাম এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়ার সময়। এই দেশে ফুটবলের প্রসার ঘটানোর বিষয়ে এবং ফুটবলের আবেদনটা ছড়িয়ে দেওয়ার জন্য, যা আমরা ভালোবাসি।
এদিকে ইন্টার মায়ামির সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪১ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেছে বেকহ্যামের দল। যেখানে মেসির গায়ে ছিল ইন্টার মিয়ামির গোলাপি জার্সি। দারুণ এক ভিডিওর মাধ্যমে সুরে-ছন্দে উপস্থাপন করা হয়েছে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দলের সেলিব্রেশনে সংগীতে পরিণত হওয়া ‘মুচাসোস’-এর সুরে ভিডিওতে হাজির হন মেসি।
সেই ভিডিওচিত্রে দেখা যায়, হুডিতে মুখ ঢাকা এক ব্যক্তি মিয়ামির স্টেডিয়ামে হাজির হয়ে গোলাপি স্প্রে দিয়ে মেসির নাম লিখছেন। এরপর সেই ব্যক্তি এক বড় পর্দার সামনে বসে পড়েন। আর সেই পর্দায় হাজির হন ইন্টার মিয়ামির জার্সি গায়ে চাপানো লিওনেল মেসি। হাস্যোজ্জ্বল মেসি মিয়ামির সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, ‘সি, মুচাসোস...মিয়ামিতে দেখা হচ্ছে।’
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্নের পর দুই বছরের জন্য মেসি পড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর আর চুক্তি নবায়ন করেনি দুই পক্ষের কেউই। সে সময় গুঞ্জন ওঠে পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরে যাবেন ক্ষুদে এই জাদুকর। যদিও মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাবনা এসেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকেও। সৌদির ক্লাবটি মেসিকে দিয়েছিল লোভনীয় প্রস্তাব। সেই প্রস্তাব উপেক্ষা করে মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি।
চুক্তি সম্পন্ন হওয়ার পর মেসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ও ইন্টার মায়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা দারুণ একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলা চালিয়ে যাব।’
মায়ামি থেকে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০-৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি।