পাক-ভারত মতানৈক্য

শ্রীলঙ্কায় হতে পারে এবারের এশিয়া কাপ: পাপন

মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন
মিরপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন  © সংগৃহীত

এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারত কোনোভাবেই সেখানে গিয়ে খেলতে রাজি নয়। এমনকি পাকিস্তানের হাইব্রিড মডেল প্রস্তাবেও রাজি নয় প্রতিবেশীরা। পাকিস্তান-ভারত দুই দেশই তাদের অবস্থানে অনড় থাকায় এশিয়া কাপ হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু বেছে নিলে শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন দেশের ক্রিকেটের তদারক সংস্থা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী সেপ্টেম্বরে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভেন্যু জটিলতায় এখনও চূড়ান্ত হয়নি সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে। সেক্ষেত্রে পাকিস্তানের খেলাগুলো হবে তাদের দেশে। আর ভারতসহ অন্যান্য দেশের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা তীব্র গরমের কারণে এই প্রস্তাবে সাড়া দেয়নি।

এক্ষেত্রে বাংলাদেশকেও এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির কথা চিন্তা করে প্রস্তাবে সাড়া দেয়নি দেশীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (১৮ মে) মিরপুরে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত এসিসি থেকে জানানো হয়নি, তবে হবে; কোথায় হবে সেটা বলা মুশকিল।

তিনি বলেন, আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যেকোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে, তাই সাড়া দেইনি।

বোর্ড সভাপতি বলেছেন, খেলা হবে ওয়ানডে। টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে মনে হয় ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদের যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, বলেছি ওই সময়টায় সম্ভব না।


সর্বশেষ সংবাদ