এশিয়া কাপে পাকিস্তানের ‘হাইব্রিড মডেলে’ খেলবে না বাংলাদেশ

পিসিবির প্রস্তাবে বিসিবির না
পিসিবির প্রস্তাবে বিসিবির না  © সংগৃহীত

সেপ্টেম্বরে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত বরাবরের মতো এবারও পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয়। দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত পাকিস্তানে যেতে না চাইলে সমাধান হিসেবে পিসিবি হাইব্রিড মডেল প্রস্তাব করেছিল। প্রস্তাবিত সমাধান অনুযায়ী ভারত তাদের ম্যাচগুলো খেলবে আমিরাতে, টুর্নামেন্টের বাকি খেলা হবে পাকিস্তানে। কিন্তু পাকিস্তান ও আরেকটি দেশে যাওয়া-আসা করা লজিস্টিকাল চ্যালেঞ্জ হবে মনে করছে বিসিবি ও এসএলসি।

এশিয়া কাপ আয়োজনে ‘হাইব্রিড মডেল’ আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে উপস্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের বিশ্বাস এই বিষয়ে এসিসির তোলা লজিস্টিকাল ও টেকনিক্যাল ইস্যুগুলোর সমাধান করতে পারবে তারা। মঙ্গলবার দুবাইয়ে দুই পক্ষের কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। কিন্তু টুর্নামেন্টের কিছু অংশ সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আয়োজনে আপত্তি তুলেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এসএলসি সেক্রেটারি মোহন ডি সিলভার উদ্ধৃতি দিয়ে ক্রিকইনফো বলেছে, ‘আমরা এসিসিকে লিখিতভাবে জানিয়েছি যে আমরা হাইব্রিড মডেলের বিরুদ্ধে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। বছরের ওই সময়টায় আমিরাতে অনেক গরম থাকে।’

পাল্টা প্রতিক্রিয়ায় পিসিবির এক অফিসিয়াল দাবি করেছে, তারা বিসিবি ও এসএলসির কাছ থেকে ইমেইল পেয়েছে। সেখানে দুই বোর্ড পাকিস্তানে খেলতে আপত্তি নেই বলে নিশ্চিত করেছে। ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, গত বছর এশিয়া কাপ আমিরাতে হয়েছিল ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। একই উইন্ডোতে এবার তারা আপত্তি জানাচ্ছে। ২০১৮ সালের ৫০ ওভারের এশিয়া কাপও হয়েছিল আমিরাতে, ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর। 

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল যে ৮ দল

ওই দুই আসরই তৎকালীন বিদ্যমান পরিস্থিতিতে বিকল্প ভেন্যু হিসেবে আমিরাত চূড়ান্ত হয়েছিল। ভারত-পাকিস্তানের বৈরিতার কারণে প্রথমবারে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় ভারত থেকে। পরেরবার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কা থেকে সরানো হয়েছিল।

শ্রীলঙ্কার উদাহরণ টেনে পিসিবিকে পরামর্শ দেওয়া হয়েছে, আয়োজক স্বত্ত্ব তাদের কাছেই থাকবে, কিন্তু টুর্নামেন্ট হবে দেশের বাইরে। এই সুযোগটা গ্রহণ করে শ্রীলঙ্কা নিরপেক্ষ ভেন্যু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ডি সিলভা বললেন তারা তৈরি, ‘যদি টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার প্রস্তাব আসে, আমরা সেটা গ্রহণ করবো। পাকিস্তান আনুষ্ঠানিক আয়োজক থাকবে।’

কিন্তু পিসিবির এক কর্মকর্তা নিজেদের অনড় অবস্থানের কথা পরিষ্কার করে বলেছেন, ‘হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে পাকিস্তান এশিয়া কাপে খেলবে না।’


সর্বশেষ সংবাদ