আইসিসির ‘মাস সেরা’ লড়াইয়ে মনোনয়ন পেলেন সাকিব
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০২:৫৩ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৩, ০২:৫৩ PM
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবার 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ' এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মার্চের মাস সেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়া এবং রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই।
ক্রিকেটারদের উৎসাহ দিতে গতবছর থেকে ‘মাসের সেরা’ পুরস্কার দিচ্ছে আইসিসি। তারই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসের আইসিসি ‘মাস সেরা’ পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
কিছুদিন আগেই টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন ফর্মের তুঙ্গে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব।