দেশের হয়ে মাঠে নামছেন মেসি-রোনালদো-এমবাপ্পেরা, নেইমার ইনজুরিতে

দেশের হয়ে মাঠে নামছেন মেসি-রোনালদো-এমবাপ্পেরা, নেইমার ইনজুরিতে
দেশের হয়ে মাঠে নামছেন মেসি-রোনালদো-এমবাপ্পেরা, নেইমার ইনজুরিতে  © সংগৃহীত

কাতার বিশ্বকাপ শেষে বিশ্বের সেরা খেলোয়াড়রা জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন। প্রায় তিন মাস পর তারা আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন। একদিকে প্রীতি ম্যাচ, অন্যদিকে ২০২৪ সালের ইউরো কাপের বাছাই পর্বের দ্বৈরথ। দেশের জার্সিতে নতুন করে মাঠে নামছেন মেসি-রোনালদো-এমবাপ্পেরা। তবে ব্রাজিল মাঠে নামলেও ম্যাচটিতে ইনজুরির কারণে থাকবেন না নেইমার জুনিয়র।

কাতার বিশ্বকাপের পরপরই ফ্রান্সকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। তারপর ফরাসিদের অধিনায়ক কে হবেন তা নিয়েছিল শল্কা। এদিকে বিশ্বকাপের পর ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। সেই ম্যাচের আগে ফ্রান্সের নেতৃত্বে এলেন কিলিয়ান এমবাপ্পে। 

এমবাপ্পের নেতৃত্ব প্রসঙ্গে যা বললেন দেশম

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলেছেন। কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৬টি গোল করেছেন পিএসজির এই তারকা। দুই বিশ্বকাপেই ১২ গোল করা এমবাপের সামনে আগামীতে সুযোগ আছে সব রেকর্ড নিজের করে নেওয়ার।

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এরপর থেকেই আর মাঠে নামেনি লে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নামছে লিওনেল মেসির দল। আর এই ম্যাচের মধ্য দিয়ে তিন তারকা জার্সিতে অভিষেক হবে মেসিদের। তবে এরই মধ্যে তিন তারকা জার্সিতে অনুশীলনে দেখা গেছে আকাশি-নীল জার্সিধারীদের।

তিন তারকা জার্সিতে অনুশীলনে আর্জেন্টিনা দল

আগামী ২৪ মার্চ ঘরের মাটিতে পানামার বিপক্ষে মাঠে নামবে তারা। পরের ম্যাচটি আগামী ২৮ মার্চ কিরাসাও এর বিপক্ষে। প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যেই আর্জেন্টিনায় গেছেন মেসিরা। তাদের সঙ্গে কোচ লিওনেল স্কালোনিও ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের কিছু ছবিও শেয়ার করেছেন দলটির ফুটবলাররা। অনুশীলনের জার্সিতে তিন তারকা চিহ্ন লক্ষ্য করা গেছে। ছবির ক্যাপশনে লেখা, ‘ব্যাক এট হোম’। 

বিশ্বকাপ ব্যর্থতার পর অবশেষে মাঠে নামল ব্রাজিল। তবে সরাসরি কোনো ম্যাচ খেলতে নয়, আপাতত প্রীতি ম্যাচকে সামনে রেখে মরক্কোর তানজিয়ের শহরে অনুশীলন করল সেলেসাওরা। এ সময় প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেস। আগামী ২৫ মার্চ রাত ৪টায় প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ইনজুরির কারণে থাকবেন না নেইমার জুনিয়র। 

ব্রাজিল ফুটবল দলের তারকা খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

এদিকে মরক্কোর তানজিয়ের শহরে ৫ দিনের ক্যাম্পে যিনি নেতৃত্ব দিচ্ছেন হলুদ শিবিরকে, সেই র‌্যামন মেনেজেস একজন বিজয়ীর নাম। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২০ দক্ষিণ অ্যামেরিকান কাপের চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ ছিলেন তিনি। যার পুরস্কার হিসেবে পেয়েছেন এখন মূল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব। এ ছাড়া ইনজুরির কারণে নেই মার্কুইনহোস এবং রিচার্লিসনও। তবে সেসব নিয়ে ভাবছেন না র‌্যামন। বয়সভিত্তিক দল থেকে আসা তরুণদের ওপরেই ভরসা রাখছেন তিনি।

অন্যদিকে ইউরো কাপের বাছাই পর্ব খেলতে নামবে পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, আরও একবার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন রোনালদো। মার্চের শেষ সপ্তাহে দুইটি ম্যাচ রয়েছে পর্তুগালের। ২৪ মার্চ লিচেনস্টেইনের বিপক্ষে খেলবে দলটি। পরের ম্যাচ ২৭ মার্চ। প্রতিপক্ষ লুক্সেমবার্গ।

Cristiano Ronaldo included on Roberto Martínez's first squad for Portugal |  Sports News,The Indian Express

কার খেলা কখন সেটি এক নজরে জেনে নেওয়া যাক।

২৪ মার্চ

আর্জেন্টিনা বনাম পানামা (প্রীতি ম্যাচ)

ইতালি বনাম ইংল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ডেনমার্ক বনাম ফিনল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

পর্তুগাল বনাম লিচেনস্টেইন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৫ মার্চ

ফ্রান্স বনাম নেদারল্যান্ডস (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

সুইডেন বনাম বেলজিয়াম (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৬ মার্চ

মরক্কো বনাম ব্রাজিল (প্রীতি ম্যাচ)

স্পেন বনাম নরওয়ে (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ইংল্যান্ড বনাম ইউক্রেন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ক্রোয়েশিয়া বনাম ওয়েলস (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৭ মার্চ

মাল্টা বনাম ইতালি (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

লুক্সেমবার্গ বনাম পর্তুগাল (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৮ মার্চ

আর্জেন্টিনা বনাম কিরাসাও (প্রীতি ম্যাচ)

নেদারল্যান্ডস বনাম জিব্রাল্টার (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বনাম ফ্রান্স (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৯ মার্চ

স্কটল্যান্ড বনাম স্পেন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

তুরস্ক বনাম ক্রোয়েশিয়া (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)


সর্বশেষ সংবাদ