সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১১৮

  © ইএসপিএন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশ দলের প্রয়োজন ১১৮ রান। প্রথম ম্যাচে টাইগারদের কাছে পরাজিত হয় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশের বোলারদের পেস এবং স্পিনের ঘূর্ণিতে ১১৭ রানে ইনিংস শেষ করেছে ইংলিশরা।

সোমবার (১২ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজ চার ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংলিশদের ধস নামিয়েছেন । 

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৪৯১৯৪

টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতেই জস বাটলারের পরিবর্তে ব্যাটিংয়ে আসেন ডেভিড মালান।

দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান আসে ইংলিশদের। তৃতীয় ওভারে আসে প্রথম উইকেট। হাসান মাহমুদের ক্যাচ বানিয়ে মালানকে ফেরান তাসকিন আহমেদ।

শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি বেন ডাকেট। ২৮ বলে করেছেন ২৮ রান। তাতে ১১৭ রানে থামে ইংলিশদের ইনিংস। 


সর্বশেষ সংবাদ