শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপে মিরাজের ধাক্কা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ PM
ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। স্বপ্নের এক সিরিজে মিরাজ সফল আরেকবার। সফল হলেন প্রথম বলেই। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে ব্যাট নিয়ে গিয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন শিখর ধাওয়ান।
ব্যাট প্যাডের খুব কাছাকাছি ছিল, আম্পায়ার মাইকেল গফ শুরুতে দেন নটআউট। বাংলাদেশ সফল হয়েছে রিভিউ নিয়ে। আল্ট্রা-এজে দেখা গেছে, ব্যাতের আগেই প্যাডে লেগেছিল বল। মিরাজের ডেলিভারির ট্র্যাজেক্টরি যেমন ছিল, তাতে দেখার বিষয় ছিল ইনসাইড-এজই। এরপরই আসলে নিশ্চিত হয়ে গেছে, আউট হচ্ছেন ধাওয়ান।
দুই ম্যাচ জিতে ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই মুহূর্ত সবচেয়ে বড় লক্ষ্য।
নিজের দ্বিতীয় ওভারে কোহলির উইকেটও পেতে পারতেন মিরাজ। কোহলিকে জীবন দিলেন লিটন। শর্ট মিডউইকেটে অধিনায়ক লিটন ফেলেছেন সহজতম ক্যাচ। ফ্লিক করতে গিয়ে আলগা ক্যাচ তুলেছিলেন কোহলি, ব্যক্তিগত ১ রানে। ঠিক পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে মিডউইকেট দিয়ে চার মেরে লিটনের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন কোহলি।