বিকেলে শুরু হচ্ছে মেসিদের বিশ্বকাপ মিশন

বিকেলে শুরু হচ্ছে মেসিদের বিশ্বকাপ মিশন
বিকেলে শুরু হচ্ছে মেসিদের বিশ্বকাপ মিশন  © সংগৃহীত

কাতার বিশ্বকাপ শুরু হয়ে গেলেও আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু আজ। সৌদি আরবের বিপক্ষে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় ম্যাচ দিয়েই মিশন শুরু হবে আর্জেন্টিনার। ক্যারিয়ারে পঞ্চমবারের মত বিশ্বকাপে খেলতে নামছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির উপরই থাকবে ম্যাচের সব স্পটলাইট। বিশ্বকাপের আট ভেন্যুর মধ্যে সবচেয়ে বড় এই মাঠে এ দিন প্রায় ৮০ হাজার দর্শক খেলা উপভোগ করবেন।

এবারের আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। বিশ্বকাপে  দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে একটাই লক্ষ্য, ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপটা নিয়ে দেশে ফেরা।

সর্বশেষ ১৯৮৬ সালে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে যখন আর্জেন্টিনা বিশ্ব আসরের শিরোপা জিতেছিল তখন মেসির জন্মও হয়নি। ২০১৯ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে কাতারে খেলতে এসেছে আত্মবিশ্বাসী আলবে সেলেস্তারা।

এবারই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ। সৌদি আরবের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুটিতে জিততে পেরেছে আর্জেন্টিনা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। আজকের ম্যাচের ফলাফল কী হয়- সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: ৩৬ ম্যাচ অপরাজিত থাকলেও ৩৬ বছর ধরে ট্রফিহীন আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের আগে ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ এই চার বিশ্বকাপে খেলেছেন মেসি। চারটি বিশ্বকাপ মিলিয়ে ১৯টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলেছেন জার্মানির ম্যাথিউস। আর ৭টি ম্যাচ খেললেই ম্যাথাউসকে টপকে বিশ্বরেকর্ড গড়বেন মেসি। এ জন্য সেমিফাইনালে উঠতে হবে মেসির আর্জেন্টিনাকে।

সেমি পর্যন্ত ৬টি ম্যাচ খেলবেন মেসি। গ্রুপপর্বে ৩টি, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমি মিলিয়ে মোট ৬টি। সেমিতে হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণীসহ ৭টি ম্যাচ হবে মেসির। অথবা ফাইনালে উঠলেও এই আসরে ৭টি ম্যাচ হয়ে যাবে মেসির।

এদিকে, বিশ্বকাপে আজ নিজেদের ম্যাচ শুরুর আগে মেসি একটা সুখবর দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকদের। আর্জেন্টিনা দলের এই প্রাণভোমরা ফুরফুরে মেজাজেই আছেন। শারীরিকভাবেও ফিট। এখন অপেক্ষা শুধু মাঠে নামার।


সর্বশেষ সংবাদ