মাহমুদউল্লাহ ধোনির মতো

মাহমুদউল্লাহ ও ধোনী
মাহমুদউল্লাহ ও ধোনী  © ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহকে রাখা না রাখা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ১৫ সদস্যের স্কোয়াডে না রাখায় হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভক্তদের। এর মধ্যেই মাহমুদউল্লাহ ধোনীর মতো বলে মন্তব্য করেছেন বিসিবির টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম।

বুধবার এক সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে, আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন প্ল্যান। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখি, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে, ম্যাচ শেষ করে আসে।'

কেউই সারাজীবন খেলবেনা। সরে যাওয়ার পরে কে খেলবে সেই জায়গাটা আগে পূরণ করতে হবে। যদিও রিয়াদের শূন্যতা পূরণ করা কঠিন, তবুও ওখানে কাউকে খেলাতে হবে না হলে জায়গা পূরণের সঠিক কাউকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন নতুন এই টেকনিক্যাল কনসালট্যান্ট।

শ্রীরাম বলেন, ‘কেউই সারাজীবন খেলবে না, ধোনিও সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্ল্যান লাগবে পরেরজন কে? আমার মনে হয়েছে এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। তবে আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।'


সর্বশেষ সংবাদ