এসএসসিতে অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:০৭ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:০৭ PM
পাইকগাছার লতায় এসএসসি পরীক্ষায় ফেল কারায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। আজকে পরীক্ষার ফল প্রাকশের পর জানতে পারেন সে ফেল করেছে। ফেল কারার অভিমানে অর্থী ঢালী নামে এক স্কুলছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসির ফল প্রকাশ হলে নিজের অকৃতকার্য হওয়ার খবরে লজ্জায় নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ঘটনায় এলাকা ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: কুয়েট শিক্ষকের মৃত্যু: ছাত্রলীগ সম্পাদকসহ ৪৪ জনকে শোকজ
অর্থী উপজেলার লতা ইউনিয়ানের সাবেক ইউপি সদস্য অসীম ঢালীর মেয়ে। স্থানীয় এবিডিপি লতা মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ দেওয়ার পরামর্শ ইউজিসির
উল্লেখ্য, এবছর মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৪ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে ছাত্র ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। ছাত্রী ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ছাত্র ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। ছাত্রী ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। পাসের হার ছাত্র ৯২ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রী ৯৪ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।