দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৬ হাজার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০৫:৩২ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২১, ০৫:৩২ PM
করোনাকালেও গত এক বছরে দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর ২৭৫টি কেন্দ্রে ১ লাখ ৯৫ হাজার ৭৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। এবার ২৬ হাজার ৩৪৫ জন শিক্ষার্থীর বৃদ্ধি পেয়েছে।
বোর্ডের উপ-পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলায় ২ হাজার ৬৭৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করবেন। নিয়মিত শিক্ষার্থী ১ লাখ ৬৫ হাজার ৯৮১ জন, অনিয়মিত ২৯ হাজার ২৬৪ জন এবং জিপিএ-উন্নয়ন ৫১৩ জন শিক্ষার্থী রয়েছে।
এর মধ্যে রংপুরে ৫০টি কেন্দ্রের মধ্যে ৩৭ হাজার ৭৭ জন, গাইবান্ধায় ৪০টি কেন্দ্রে ২৮ হাজার ৪৭৬ জন, নীলফামারীর ২৫টি কেন্দ্রে ২২ হাজার ৪৩৬ জন, কুড়িগ্রামের ৩৪ কেন্দ্রে ২৩ হাজার ৪০৭ জন, লালমনিরহাটের ২০টি কেন্দ্রে ১৪ হাজার ৬৪৫ জন, দিনাজপুরের ৬০টি কেন্দ্রে ৩৭ হাজার ৭২ জন।
এছাড়া ঠাকুরগাঁওযের ২৪টি কেন্দ্রে ১৯ হাজার ৪২০ জন, পঞ্চগড়ে ২২ কেন্দ্রে ১৩ হাজার ১৯১ জন শিক্ষাথী অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে ছাত্র ৯৯ হাজার ৯৮৩ জন এবং ছাত্রী ৯৫ হাজার ৭৫৭ জন।
এদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। দেড় ঘণ্টা সময়ে ২ শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা ও দুপুর ২টা থেকে সাড়ে ৩টার পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ ও সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ ও সোয়া ১০টায় সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুরে পরীক্ষার ক্ষেত্রে ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র ও সোয়া ২টায় সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।