ডেঙ্গু আতঙ্কে ঢাকা ত্যাগ, রক্ষা পায়নি কৃষক বাবার কলেজছাত্র

মো. দাদন লস্কর (২৫)
মো. দাদন লস্কর (২৫)

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মৃত মো. দাদন লস্কর (২৫) উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালি গ্রামের কৃষক জামাল হোসেন লস্করের ছেলে ও গোসাইরহাট সরকারি সামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানায়, দাদন সংসারের বড় ছেলে। অভাবের সংসারের হাল ধরতে তিনি ঢাকার বনানীতে একটি হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। গত ১৫ আগস্ট হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। ২২ আগস্ট শরীয়তপুরের গ্রামের বাড়ি চলে আসেন।

তারা আরো জানান, ২৩ আগস্ট সন্ধ্যায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে দাদন হাসপাতালে ভর্তি হন। গতকাল বিকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গোসাইরহাটের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ছেলেটি ঢাকায় বসবাস করতো। ঢাকা থেকেই আক্রান্ত হয়ে তিনি শরীয়তপুরে এসেছেন।

এ নিয়ে শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হলো।


সর্বশেষ সংবাদ