নেত্রকোনায় ২৩১ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব হাতে শিক্ষার্থীরা
প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব হাতে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব ( ট্যাবলেট) পেয়েছেন নেত্রকোণা ২৩১ জন মেধাবী শিক্ষার্থী। ২০২১ সালের গৃহগণনা ও জনশুমারি প্রকল্পের আওতায় ক্রয়কৃত এসব ট্যাব জেলার আটপাড়া উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম-দশম শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

সোমবার  (১০ জুলাই) সকাল ১০ ঘটিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা মাল্টিপারপার্স হলরুমে এ ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন: ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল ২৭ জুলাই

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া-আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। তিনি বলেন দেশকে স্মার্ট করতে হলে সরকারের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের নিজেদের ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ গ্রহণ করতে হবে। তারাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে।তারাই সোনার বাংলা গড়ে তুলবে। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা চেয়ারম্যান হাজি খায়রুল ইসলাম,  মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা,  উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক  সহ এর অঙ্গ সংগঠন সমুহের নেতা কর্মী বৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সহ মেধাবী শিক্ষার্থীবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ। 


সর্বশেষ সংবাদ