ছাত্রকে টিসি দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

  © সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলা বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বহিস্কৃত ছাত্র ও তার সহযোগীরা। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত প্রধান শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।

খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুলে আসার জন্য বালিরটেক বাজারে যান। এসময় স্কুলের বহিস্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা প্রধান শিক্ষককে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায কুপিয়ে আহত করে।  প্রধান শিক্ষককে প্রথমে মানিকগঞ্জ  ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া  হচ্ছে।

আফতাব উদ্দিন আরও জানান, বহিস্কৃত রাজু স্কুলের ছাত্রীদের উত্যাক্ত করতো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। ২০২২ সালে ৯ম শ্রেণিতে পড়ার সময় ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।


সর্বশেষ সংবাদ