৫০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন
কিশোরগঞ্জের ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌর মডেল কলেজ ও আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ একহাজার টাকা প্রদান করা হয়।
আরও পড়ুন: প্রক্সি দেওয়ায় ৬ ছাত্রী বহিষ্কার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ পৌর মডেল কলেজের প্রশাসক মাহফুজুর রহমান পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হেলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিৎ কুমার বর্মণ, ইংরেজি শিক্ষক আতে এলাহি, সমাজ সেবক আফতাব উদ্দিন ভূঁইয়া, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য কর্মকর্তারা।