আই ই এল টি এস ছাড়াই পড়ুন ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে

 ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার
ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার  © সংগৃহীত

আই.এল.টিএস ছাড়াই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে উচ্চাশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৩। ফুল-ফ্রী বা আংশিকভাবে অর্থায়িত ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন গ্রহন শুরু হয়েছে। বাংলাদেশসহ সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে । আবেদনের সময়সীমা আগামী ১৫ ই নভেম্বর ।
  
এই স্কলারশিপের মধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডির জন্য আবেদন করতে পারবে । স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের বিমান ভাড়া,টিউশন ফি এবং অন্যান্য অতিরিক্ত খরচ প্রদান করা হবে।

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হচ্ছে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়।ম্যানচেস্টার বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির QS র্যা ঙ্কিং অনুসারে, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ইউরোপে 8 তম অবস্থানে এবং যুক্তরাজ্যে 6 তম অবস্থানে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের একটি চমকপ্রদ বিষয় হলো যে প্রায় 94% শিক্ষার্থী এখান থেকে তাদের ডিগ্রী শেষ করার পরই তাদের পছন্দসই ক্ষেত্রে চাকরি পেয়েছে। ফলে বর্তমানে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্য পাড়ী জমাচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে । 
   
সুবিধাসমূহঃ- 

•টিউশন ফি প্রদান করা হবে। (আংশিক/সম্পূর্ণভাবে টিউশন ফি মওকুফ) 
•বাসস্থানের সুযোগ বা আবাসন ভাতা প্রদান। 
•এককালীন বা মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। 
•স্বাস্থ্য বীমা। 
•লাইব্রেরি অ্যাক্সেস। 
•বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং সহ-শিক্ষামূলক কার্যক্রমের জন্য অর্থায়ন দেওয়া হবে। 

Untitled-2

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত IELTS বিকল্প পরীক্ষার তালিকা: 
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় UKVI-অনুমোদিত IELTS গ্রহণ করে থাকে । সুতরাং আপনি চাইলে আই.এল.টিএস এর মাধ্যমেও আবেদন করতে পারবেন ।আর যদি আই.এল.টিএস বাদে আবেদন করে চান তাহলে আইইএলটিএস বিকল্প হিসেবে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার কর্তৃক অনুমোদিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । বিকল্প পরীক্ষা যেমন; 
•PTE Test. (পিয়ারসন পিটিই একাডেমিক পরীক্ষা) 
•ট্রিনিটি কলেজ লন্ডন ইন্টিগ্রেটেড স্কিল টেস্ট। 
•ESOL ভাষা চার্ট ইন্টারন্যাশনাল। 
•কেমব্রিজ প্রোফিসিয়েন্সি।  CPE/C2 
•কেমব্রিজ অ্যাডভান্সড।  CAE/C1 
•TOEFL 
•ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড XII ইংলিশ 
•পশ্চিম আফ্রিকান শিক্ষা পরিষদ (WAEC) সিনিয়র স্কুল সার্টিফিকেট (SSCE) 
•হংকং HKDSE/HKCEE। 

আপনি কেন উচ্চ শিক্ষার জন্য ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় বেছে নিবেনঃ- 
•একাধিক সংস্কৃতি সম্পকে জানা যাবে এবং অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
•বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম (স্নাতক, স্নাতক, 
•স্নাতকোত্তর, এবং গবেষণা প্রোগ্রাম) পড়ার সুযোগ রয়েছে৷ 
•নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ। 
•মূল্যবান বৃত্তি এবং অনুদান প্রদান করা হয়। 
•উচ্চশিক্ষার সকল সুবিধা, পরিষেবা এবং লাইব্রেরি সুবিধা প্রদান করা হয়। 
•200টি দেশ থেকে 500,000 এর বেশি প্রাক্তন ছাত্র রয়েছে। 
•নেটওয়ার্কিং এর  সুযোগ ৷

আবেদন করতে এবং বিস্তারিত জানার জন্য ক্লিক করুন এখানে

২০২৩ শিক্ষাবর্ষে  স্প্রিং ইনটেকের জন্য ম্যানচেস্টার ইউনিভার্সিটি স্কলারশিপের তালিকা: 
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য  রয়েছে একাধিক ব্রিটিশ স্কলারশিপ রয়েছে। নিম্নে বৃত্তিগুলোর নাম এবং অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলোঃ- 

(১) আন্ডারগ্রাজুয়েট অ্যাক্সেস স্কলারশিপ ওয়েবসাইট  । 

Untitled-3

(2) ইক্যুইটি এবং মেরিট স্কলারশিপ ওয়েবসাইট

(৩) ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার মার্শাল স্কলারশিপ ওয়েবসাইট

(৪) ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ওয়েবসাইট

(৫) ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ওয়েবসাইট

(৬) ম্যানচেস্টার ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ