শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড থেকে ‍জিতুন লক্ষ টাকার পুরস্কার

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড   © সংগৃহীত

তরুণদের জন্য শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৮-৩৫ বছর বয়সী যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩ এপ্রিল।

পড়ুন সমন্বিত উপবৃত্তির আবেদনের শেষ সময় ১০ এপ্রিল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের তত্ত্বাবধানে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তরুণদের এ অ্যাওয়ার্ড দেয়া হবে। মোট ৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে ৩ জন করে সর্বমোট ১৫ জন তরুণ এ বছর অ্যাওয়ার্ড পাবেন। বিজয়ীদের প্রতি জনকে ১ লক্ষ টাকা সম্মাননা প্রদান করা হবে।

যে সকল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে, সেগুলো হচ্ছে-

*যুব উন্নয়ন ও কর্মসংস্থান।
* শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি।
* দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা।
* জ্যেষ্ঠদের প্রতি আদর্শসেবা/সমাজকল্যাণ।
* ক্রীড়া, কলা (চারু ও কারু) ও সংস্কৃতি।

আরও পড়ুন বিনা খরচে জাপানে ইন্টার্নশিপের সুযোগ

সুযোগ-সুবিধাসমূহ:

* নগদ ১ লক্ষ টাকা।
* ক্রেস্ট।
* সম্মাননাপত্র।

আবেদনের যোগ্যতা:

* ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে।
* সংশ্লিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদান থাকতে হবে।
* ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের আওতায় শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের চ্যাম্পিয়নগণ আবেদন করতে পারবেন না।
* অলাভজনক, অরাজনৈতিক ও অবৈতনিকভাবে স্বেচ্ছাসেবক হতে হবে।
* একজন একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
* আবেদনপত্রের সাথে দুই জন বিশিষ্ট ব্যক্তির প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে।

আবেদন পদ্ধতি:

অনলােইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে। তবে মহানগরের অধিবাসীদের ক্ষেত্রে (যেসব এলাকায় উপজেলা নেই) জেলা প্রশাসক বরাবর দাখিল করতে হবে। আবেদনপত্র পেতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ