কানাডার বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আছে স্বাস্থ্যবীমার সুযোগও

কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়
কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছর ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত।

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্বের ১৫০টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তালিকায় থাকর আলবার্টা বিশ্ববিদ্যালয়ের পছন্দের যেকোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ২০০ ব্যাচেলর প্রোগ্রাম, ৫০০ অধিক স্নাতকোত্তর প্রোগ্রাম ও ৩০০ গবেষণা প্রোগ্রাম। তাছাড়া এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে অধ্যয়ন সহ আবসন ও দৈনন্দিন ব্যয় সুবিধা পাবেন।

আরও পড়ুন: স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়

আলেকজান্ডার ক্যামেরন রাদারফোর্ড কানাডার এডমন্টরে ১৯০৮ সালে আলবার্টা বিশ্ববিদ্যালয়টি  প্রতিষ্ঠা করেন। এটি দেশটির প্রথম সারির একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা:

* সম্পূর্ণ টিউশন ফ্রি মওকুফ করা হবে।
* যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
* উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা ৯ হাজার ডলার পাবেন। বাংলাদেশী টাকায় যার পরিমান প্রায় ৮ লাখ টাকা।
* জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।
* আবাসন খরচ ও স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।

আবেদন যোগ্যতা:

* কেবল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে ।
* ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
* ভালো জার্নালে গবেষণা আর্টিকেল থাকতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই ৩.২ জিপিএ অর্জন করতে হবে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন ইউরোপের দেশ রোমানিয়ায়

আবেদনে প্রয়োজনীয় নথিপত্র:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।


সর্বশেষ সংবাদ