বিনা খরচে আল কাসিম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ

আল কাসিম বিশ্ববিদ্যালয়
আল কাসিম বিশ্ববিদ্যালয়  © লোগো

শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেবে সৌদি আরবের আল কাসিম বিশ্ববিদ্যালয়। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে এ বৃত্তিতে। আগ্রহী শিক্ষার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।

স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি নেই। বৃত্তিটি শরীয়াহ, আরবি ভাষা, কম্পিউটার, অথনীতি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, কৃষি ও প্রকৌশলসহ সব একাডেমিক প্রোগ্রামের জন্য দেওয়া হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য সময়কাল তিন বছর, আর স্নাতকোত্তর ডিগ্রির জন্য দুই বছর।

বৃত্তির সুযোগ–সুবিধা
* বিমানের টিকিট (রিটার্নসহ)।
*পিএইচডি এবং মাস্টার পরীক্ষার্থীদের জন্য যথাক্রমে প্রায় ৪ হাজার রিয়াল এবং ৩ হাজার রিয়াল থিসিস প্রিন্টিং ভাতা।
* বই শিপিং ভাতা।
* খাবার ভাতা (প্রযোজ্যতার ক্ষেত্রে)।
* থাকার ব্যবস্থা।
* সফল প্রার্থীদের স্বাস্থ্যসেবা।
* প্রস্তুতি ভাতা।
* মাসিক ভাতা।

আবেদনের যোগ্যতা:
* আবেদনকারীকে আনারবি হতে হবে ।
* প্রার্থীকে অবশ্যই ২৫ বছরের বেশি হওয়া যাবে না (স্নাতকের ক্ষেত্রে)।
* দাখিল-আলিম বা সমমানের পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীকে বৃত্তি প্রদানে প্রধান্য দেয়া হবে।
* হাফেজ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হয়।
* আবেদনকারী মুসলিম হতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী শিক্ষাথীরা আগামী বছরের ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.qu.edu.sa) গিয়ে আবেদন করা যাবে।


সর্বশেষ সংবাদ