উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, মাসিক ভাতা-আবাসনসহ থাকছে যেসব সুবিধা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ড ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা থাইল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য ২৪ বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে অধ্যয়নের সুযোগ পাবেন। থাইল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপে বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি ২০২৬।
সুযোগ-সুবিধা
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির অধীনে মোট ১০৭টি স্কলারশিপ দেওয়া হবে।
*টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক খরচ প্রদান করবে।
*ভিসা ফি প্রদান করবে।
*মাসিক ভাতা প্রদান করবে।
*রাউন্ড এয়ার ট্রিপের সুবিধা প্রদান করবে।
*আবাসন ভাতা প্রদান করবে।
*শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা দেবে।
*হেলথ ইনস্যুরেন্স, ভিসা ফি-সহ অন্যান্য সুবিধা প্রদান করবে।
*থাইল্যান্ডে প্রথম আগমনের সময় এককালীন ৬ হাজার বাত সেটেলমেন্ট মানি প্রদান করবে।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনের যোগ্যতা
*আবেদনকারীর বয়স ৫০ বছরের কম হতে হবে।
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (আইইএলটিএস বা টোফেল সনদ)।
*অন্তত চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ ন্যূনতম ২.৭৫/৪.০ হতে হবে।
*যে প্রোগ্রামে আবেদন করতে চান, সে প্রোগ্রামের দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
*প্রার্থীকে নিজ দেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন কর্তৃক মনোনীত হতে হবে (যথা: বিদেশ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ)।
আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা
বিধিনিষেধ
স্কলারশিপটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের জন্য কিছু বাধ্যতামূলক বিধিনিষেধ প্রযোজ্য হবে।
*ফুল-টাইম অধ্যয়ন করতে হবে।
*স্টাডি প্ল্যান বা প্রোগ্রাম পরিবর্তন করা যাবে না।
*কোনো পার্ট-টাইম চাকরি করা যাবে না।
*পরিবারের সদস্যকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া যাবে না।
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, সম্পূর্ণ টিউশন ফিসহ থাকছে নানা সুবিধা
প্রয়োজনীয় নথিপত্র
*আবেদন ফরম।
*সম্পূর্ণ অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
*তিনটি সুপারিশপত্র।
*মেডিকেল রিপোর্ট।
*স্টেটমেন্ট অব পারপাস।
*আবেদনকারীর ছবি।
*থিসিস প্রপোজাল।
*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র (যেমন: টোয়েফল বা আইইএলটিএস)।
*অন্যান্য নথিপত্র (যদি থাকে)।
আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনা করুন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬।