বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, আবেদন মার্চের শেষ দিন পর্যন্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:১৭ PM , আপডেট: ২২ মার্চ ২০২৫, ১০:৩৬ PM

এক সময় উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা মূলত পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকতেন। তবে বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশেও উচ্চশিক্ষায় জনপ্রিয়তা বাড়ছে। এর মধ্যে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য। এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগ প্রদান করে। স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য এর মধ্যে অন্যতম হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রাম, যা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সহায়তা করে।
বাংলাদেশসহ এডিবি সদস্যভুক্ত যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ ২০২৫।
থাইল্যান্ডের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) অন্যতম। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রায় ৫০ দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। ১৯৮৯ সালে এআইটি মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করে।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি-মওকুফ করবে;
*আবাসন খরচ দেবে;
*জীবযাত্রার নির্বাহে ভাতা দেবে;
*চিকিৎসা ও দুর্ঘটনা বিমা দেবে;
*বিমান খরচ প্রদান করবে;
*বই কেনায় ভাতা দেবে;
*গবেষণা ভাতা প্রদান করবে;
*ভিসা ফি, বিমানবন্দর কর ও লাগেজ ভাতা দেবে;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর লুক্সেমবার্গে, আবেদন মার্চের শেষ দিন পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীকে অবশ্যই এশিয়ান যে কোনো দেশের নাগরিক হতে হবে;
*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
*আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৬ থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*নিজের দেশে ফিরে যেতে ইচ্ছুক হতে হবে;
*নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন দক্ষিণ কোরিয়ায়, স্কলারশিপ ১,৮২০টি
প্রয়োজনীয় নথিসমূহ—
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*ইংরেজি দক্ষতার সনদ;
*রেফারেন্স লেটার;
*আয়ের বিবরণী;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫।