বিনা খরচে স্নাতকোত্তরের সুযোগ জাপানে, আবেদনের সুযোগ বয়স ৩৫ পর্যন্ত 

এডিবি স্কলারশিপে বিনামূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তরের সুযোগ জাপানে
এডিবি স্কলারশিপে বিনামূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তরের সুযোগ জাপানে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় বিনামূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। এই স্কলারশিপের কেতাবি নাম ‘এডিবি স্কলারশিপ’। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সব সদস্যদেশের নাগরিকেরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৪।

এডিবি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে জাপান সরকার প্রতিবছর ৩০০ টিরও বেশি বৃত্তি দিয়ে থাকে। শিক্ষার্থীরা এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজ, সাসটেইনেবিলিটি সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পাবলিক পলিসি, আরবান ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্ট স্টাডিজ, স্বাস্থ্যবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা বিভাগ, সমুদ্রবিজ্ঞানসহ পছন্দের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন।

জাপানের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে টোকিও বিশ্ববিদ্যালয় (The University of Tokyo)। বিশ্ববিদ্যালয়টি ১৮৭৭ সালে মেইজি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। জাপানের অন্যতম বিখ্যাত শহর টোকিও শহরের বাঙ্কিওতে অবস্থিত টোকিও বিশ্ববিদ্যালয়। 

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ব্যয় ও হাউজিং ভাতা প্রদান করবে;

*স্বাস্থ্য, ভ্রমণ ও বই ভাতা এবং নির্দেশনামূলক উপকরণও দেবে;

আবেদনের যোগ্যতা—

*এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে;

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে; 

*দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না (সিনিয়র অফিসিয়াল ও ব্যবস্থাপক পর্যায়ের প্রার্থীর ক্ষেত্রে এই বয়সসীমা ৪৫ পর্যন্ত গ্রহণযোগ্য);

*ডিগ্রি শেষ হওয়ার পরে প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে;

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২৪।


সর্বশেষ সংবাদ