গাঁজা সেবনে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ PM
সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার পুঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আজিম উদ্দিন সরকার (৫৪)। আজিম উদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আজিম উদ্দিন বাড়ি ফেরার সময় কয়েকজন যুবককে তার বাড়ির অদূরে গাঁজা সেবন করতে দেখেন। এ সময় তাদের গাঁজা সেবনে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।