উচ্চশিক্ষার উন্নয়নে বাংলাদেশে কাজ করার আগ্রহ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ PM
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
সাক্ষাৎকালে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশন মডেলের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সামাজিক ও আর্থিক সুবিধা প্রদান নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে একটি নীতিগত সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। ফোর্বস ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের আওতায় জয়েন্ট ডিগ্রি, ডুয়াল ডিগ্রি, কোয়ালিটি অ্যাসিওরেন্স সেন্টার এবং গবেষণা সহযোগিতার আশ্বাস দেন।
সভায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা খাতে অ্যাকাডেমিক অংশীদারিত্ব তৈরি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী।
অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের আওতায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে দেশের সীমানার ভেতরেই অর্থ ব্যয় করা সম্ভব হবে।
অধ্যাপক আনোয়ার হোসেন মানসম্মত উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়নে সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, উচ্চশিক্ষার সঙ্গে সমাজ, প্রকৃতি ও সাধারণ মানুষের সংযোগ স্থাপন জরুরি। শিক্ষার আন্তর্জাতিকীকরণের পাশাপাশি মেধাপাচার যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।