সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন জাপানে, থাকছে আবাসন ভাতা

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন কিয়োটো বিশ্ববিদ্যালয়ে
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন কিয়োটো বিশ্ববিদ্যালয়ে   © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। ‘এডিবি স্কলারশিপ ২০২৫’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়তে পারবে দেশটির কিয়োটো বিশ্ববিদ্যালয়ে। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সকল সদস্য দেশের নাগরিকরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় জুন (এপ্রিল ইনটেকের জন্য) এবং  নভেম্বর (অক্টোবর ইনটেকের জন্য)। 

এশিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করে থাকে। এর আওতায় এডিবির সদস্য ৯টি দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা। স্কলারশিপটির মেয়াদ এক বছর। প্রয়োজনে দ্বিতীয় বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যাবে। স্নাতকোত্তর  প্রোগ্রামের জন্য সর্বোচ্চ সময়কাল দুই বছর।

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে । 
* প্রত্যেক শিক্ষার্থীর মাসিক ব্যয় ও আবাসন ভাতা প্রদান করবে।
* বিমানে যাতায়াতের টিকিট।
* এ ছাড়া থাকবে স্বাস্থ্য, ভ্রমণ ও বই কেনার ভাতা।

জাপানের ফুল ফ্রি স্কলারশিপ, মাস্টার্স টোকিও বিশ্ববিদ্যালয়ে | প্রথম আলো

আবেদনের যোগ্যতা
* এডিবিভুক্ত দেশের নাগরিক হতে হবে। 
* স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
* আবেদনের সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। 
* ডিগ্রি শেষ হওয়ার পর প্রার্থীকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে।

আরও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৯৩ লাখ টাকার ফেলোশিপ, থাকছে কাজের সুযোগও

প্রয়োজনীয় নথিপত্র 
১। স্কলারশিপ আবেদন ফরম  
২। আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি
৩। দুইটি রেফারেন্স লেটার 
৪। একাডেমিক সনদপত্র 
৫। মোটিভেশন লেটার 
৬। জীবনবৃত্তান্ত 
৭। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট 
৮। মেডিক্যাল সার্টিফিকেট
৯। আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন (প্রোগ্রামের চাহিদা অনুযায়ী) 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন

 

সর্বশেষ সংবাদ