চীন সরকারের স্কলারশিপ, মনোনীত ১৬৫ বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

  © লোগো

চীনের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা প্রোগ্রাম অফার করে থাকে। তেমন একটি প্রোগ্রাম চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য মনোনীত বাংলাদেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৪-২৫-এ স্নাতকে ৬৯ জন, স্নাতকোত্তরে ৬৩, পিএইচডি প্রোগ্রামে ৩০, সিনিয়র স্কলার প্রোগ্রামে ৩ জনসহ মোট ১৬৫ বাংলাদেশি শিক্ষার্থী মনোনীত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে গত বছরের ২৬ ডিসেম্বর বিকেল পর্যন্ত আবেদন করতে পেরেছেন এ বৃত্তির জন্য। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধা—

১) সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে চীন সরকার

২) মিলবে আবাসনের সুবিধা

৩) মাসিক উপবৃত্তি (স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল বা সিনিয়র স্কলারে আলাদা আলাদা উপবৃত্তি)

৪) চিকিৎসা বিমার সুবিধা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মনোনয়ন বৃত্তিপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করে না। চীনা দূতাবাস লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে ১৬৫ শিক্ষার্থীর তালিকা দেখুন এখানে 


সর্বশেষ সংবাদ