বিনামূল্যে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি

বিনামূল্যে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে
বিনামূল্যে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে  © সংগৃহীত

নেদারল্যান্ডের ইউট্রেক্ট ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘ইউট্রেক্ট এক্সেলেন্স স্কলারশিপস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ সময়  ১ ফেব্রুয়ারি, ২০২৪।

নেদারল্যান্ডের ইউট্রেক্ট অঞ্চলে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়। ১৬৩৬ খ্রিষ্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি নেদারল্যান্ডের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধাসমূহ:- 
বিনাবেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করবে। অথবা টিউশন ফি এর সাথে এক বছরের জন্য ইমিগ্রেশন এবং আবাসন খরচ প্রদান করবে। তবে, অন্যান্য খরচ শিক্ষার্থীর নিজেকেই বহন করতে হবে।

যোগ্যতাসমূহ:-  
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* আইইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ সাথে রাইটিং সেকশনে মিনিমাম ৬.০ থাকতে হবে।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ

আবেদন প্রক্রিয়া:- 
* বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্বাচিত মাস্টার্স প্রোগ্রামের জন্য একটি আবেদন জমা দিতে হবে।

* আবেদনের পরে, ওসিরিস অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে  একটি অ্যাকাউন্ট করতে হবে (Osiris https://osiris.uu.nl/osiris_aanmeld_uuprd/Welkom.do) এবং ওসিরিসের (Osiris) ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

* এরপরে ‘নতুন অ্যাপ্লিকেশন’ লিঙ্কে ক্লিক করে । UES প্রশ্নের উত্তর প্রদান পূর্বক প্রয়োজনীয় নথি(গুলি) আপলোড করতে হবে।

* সবশেষে  সম্পূর্ণ আবেদন জমা দিতে হবে।


সর্বশেষ সংবাদ