বিদেশের শতাধিক বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকায় শিক্ষা মেলা কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯ AM
বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজধানী ঢাকায় দিনব্যাপী শিক্ষা মেলা আয়োজন করতে যাচ্ছে এডুকো পাথওয়ে বাংলাদেশ। আগামীকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে গুলশান-২ এর ‘দ্যা ওয়েস্টিন ঢাকা’ হোটেলে শুরু হতে যাচ্ছে এই মেলা, যেখানে সব শিক্ষার্থীদের জন্য থাকছে ফ্রি-এন্ট্রি এবং শতাধিক বেশি বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি দেখা করে কথা বলার সুযোগ!
আয়োজকরা জানিয়েছে, বিদেশি উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত সাফল্যের চাবিকাঠি হতে পারে এই এক্সপো! এই মেলায় অংশগ্রহণ করতে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন এই লিংকে গিয়ে।
আয়োজকরা জানায়, এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানটিতে শিক্ষার্থীরা অন্যান্য সমমনা ছাত্রছাত্রীদের সাথে নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পাবেন। পাশাপাশি যারা বিদেশে অধ্যয়নের জন্য সুযোগ গ্রহণ করতে চাচ্ছেন; তারাসহ অনুষ্ঠানে আগত সবাই এই ইভেন্টে অংশগ্রহণকারী বিদেশি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো থেকে যোগদানকারী শিক্ষক এবং প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার জন্য সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, গ্রুপ অফ ৮ (অস্ট্রেলিয়া) বিশ্ববিদ্যালয়গুলো তাদের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে সরাসরি ভর্তির জন্য ছাত্রছাত্রীদের কে ব্যক্তিগত পরামর্শ প্রদান এবং তাদের একাডেমিক ফলাফলের প্রতিলিপি মূল্যায়ন করতে উপস্থিত থাকবে। দিনব্যাপী ইভেন্টে যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার শীর্ষস্থানীয় একাডেমিক জায়ান্টদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি ভাল সংখ্যক প্রতিনিধি আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য উপস্থিত থাকবেন।
এডুকো পাথওয়ে বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় বিদেশে অধ্যয়ন সংক্রান্ত কনসালটেশন কোম্পানিগুলোর মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার প্রখ্যাত ১০০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের উপস্থিতি নিশ্চিত করবে এক্সপোতে আগত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের সরাসরি আবেদন করার সুযোগ।
২০২৪ সালের যে কোন ইনটেক এ ভর্তির তথ্য সংক্রান্ত আলোচনা এবং সম্পূর্ণ বৃত্তিসহ অনস্পট ভর্তির সুযোগ ও থাকছে এই এক্সপোতে। ও লেভেল এবং এ লেভেল, কেমব্রিজ, আইবি অথবা এইচএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করে দেশের সেরা ১ শতাংশ শিক্ষার্থীর মধ্যে থাকার মতো যোগ্যতা অর্জন করেছেন তাদের জন্য মেলায় থাকছে ১০০% বৃত্তিসহ অরও অন্যান্য সুবিধা। তাই এই সুযোগ মিস না করার আহবান জানান আয়োজকরা।
আগামী ৩ ফেব্রুয়ারির এই মেলা হবে এডুকোর ৪র্থ শিক্ষা প্রদর্শনী এবং এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় ও সর্বোচ্চ সংখ্যক বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাগম! দ্যা ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত ৩য় এক্সপোতেও ৮০০ এর বেশি শিক্ষার্থী যোগ দিয়েছিলেন, যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে সরাসরি কথা বলে ভর্তির আবেদন করেছিলেন।
শুধুমাত্র ব্যাচেলর পর্যায়ের শিক্ষার্থীদের জন্যই নয়, বরং মাস্টার্স এবং পিএইচডির আবেদনকারীদের জন্যও থাকবে উল্লেখযোগ্য বৃত্তি এবং টিউশন ফি। এই এক্সপোর মাধ্যমে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ ক্রেডিট ট্রান্সফারের সুযোগ!
আয়োজকরা জানায়, একটি দিনের কিছু সময় আপনার উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ তৈরি করে দিতে পারে উল্লেখযোগ্য এই ইভেন্টটিতে আপনার অংশগ্রহণ করার মাধ্যমে। একসঙ্গে সেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার বন্ধু এবং পরিবারকে আপনার সাথে নিয়ে আসতে পারেন।