ঢাকা জেলার এসএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তি, আবেদন শেষ ২২ আগস্ট

ঢাকা জেলার এসএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তি
ঢাকা জেলার এসএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তি  © সংগৃহীত

২০২২-২৩ অর্থবছরে অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে ঢাকা জেলা পরিষদ। এই বৃত্তি জন্য শিক্ষার্থীদের জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ২২ আগস্ট ২০২৩ বিকাল ৫ টার পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। 

ঢাকা জেলা পরিষদের বৃত্তির শর্তাবলী
* আবেদনকারীকে ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ পেয়ে এবং অন্যান্য বিভাগে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

* আবেদনকারী বর্তমানে অধ্যয়নরত না হলে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচিত হবে না। 

* মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী ও অতি দরিদ্র প্রার্থীগণের ক্ষেত্রে সকল বিভাগে সর্বনিম্ন জিপিএ ৪.০০ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন। 

* নির্ধারিত জিপিএ-এর কম জিপিএ প্রাপ্তগণ আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গন্য হবে। 

* সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত ছাত্র/ছাত্রী ব্যতিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।

আবেদনকারী কর্তৃক বৃত্তির আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে জেলা পরিষদ কার্যালয়, ঢাকায় অথবা নিজ নিজ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন/ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর বাসিন্দাদের জেলা শিক্ষা অফিসার, শিক্ষা কমপ্লেক্স ভবন, মিরপুর-১ (সরকারি বাংলা কলেজ সংলগ্ন) ঢাকার কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।

যেসব কাগজপত্র লাগবে
* শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।

* এসএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

* ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট সিটি র্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম সনদ পত্র দাখিল করতে হবে।

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি

* পরিবারের বাৎসরিক আয়ের পরিমান উল্লেখ করে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন দাখিল করতে হবে।

* মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীগণকে প্রমাণক স্বরূপ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল/মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত আবেদনকারীর পিতা/মাতা/দাদা-দাদী/নানা-নানীর মুক্তিযোদ্ধা বিষয়ক সনদ পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং আবেদনকারী যে পোষ্যতা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত থাকতে হবে।

* প্রতিবন্ধী প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

* নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে/সরাসরি (অফিস চলাকালীন) বৃত্তির আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত কার্যালয়ে দাখিল করা যাবে।

* প্রয়োজনে বিস্তারিত তথ্যাদি জেলা পরিষদ, ঢাকা কার্যালয় এবং এর ওয়েবসাইট- zpdhaka.gov.bd থেকে জানা যাবে।

* কর্তৃপক্ষ যেকোনো শর্ত সংযোজন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

* নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই বাছাইয়ের পরে যোগ্য প্রার্থীদের তালিকা জেলা পরিষদের নোটিশ বোর্ড/ওয়েবসাইটে প্রদর্শন করা হবে এবং উক্ত তালিকায় বৃত্তি প্রদানের সময় ও স্থান জানানো হবে।

বিস্তারিত জানতে: zpdhaka.gov.bd


সর্বশেষ সংবাদ