বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য জেএসপিএস-ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পে প্রস্তাব আহ্বান

  © সংগৃহীত

জাপান সোসাইটি ফর প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে যৌথ রিসার্চ প্রজেক্ট প্রকল্পে প্রস্তাব আহ্বান করা হয়েছে। ২০২৪ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রকল্প প্রস্তাব দিতে পারবেন। নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সংশ্লিষ্ট সব তথ্যের স্ক্যান কপি ও সফট কপি আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের সচিব বরাবর iccugcbd@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।

গবেষণার বিষয়
 হিউম্যানিটিস
 সোশ্যাল সায়েন্সেস
 ন্যাচারাল সায়েন্সেস

আবেদনের যোগ্যতা
প্রার্থীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে
প্রার্থীকে বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পরিচালিত কোনো গবেষণাপ্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক হতে হবে
গবেষণাকর্মে পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রকাশনা থাকতে হবে এবং প্রকাশনার তালিকা আবেদন ফরমের সঙ্গে যুক্ত করতে হবে

জেএসপিএস-ইউজিসি যৌথ প্রকল্পে আবেদনসহ এ গবেষণা প্রস্তাবের বিস্তারিত তথ্য এ লিংকে পাবেন আগ্রহী প্রার্থীরা।


সর্বশেষ সংবাদ