ঢাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তি প্রাপ্তদের আবেদন শুরু

২৮ মার্চ ২০২৩, ০১:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ঢাবি

ঢাবি © সংগৃহীত

ঢাবিতে ২০২২-২০২৩ অর্থবছরের সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান/সশস্ত্রবাহিনী/দৃষ্টিপ্রতিবন্ধী/প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত)/অটিস্টিক/উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) উপবৃত্তি প্রাপ্ত স্নাতক/স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম মাউশি প্রদত্ত উপবৃত্তির তালিকায় (সংযুক্ত) আছে সে সকল শিক্ষার্থীদের অনলােইনে আবেদন শুরু হয়েছে।

শিক্ষার্থীরা ২৮ মার্চ ২০২৩ (সকাল-১০টা) থেকে ৩০ মার্চ ২০২৩ (রাত-১২টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে বৃত্তির আবেদন করতে পারবে। বৃত্তির আবেদনের তথ্য যথাযথভাবে পূরণ করার পর অবশ্যই Submit to Scholarship বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে। অন্যথায় মাউশি কর্তৃক বৃত্তির আবেদন বিবেচনা করা হবে না।

বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়।

আরও পড়ুন: ৪-২০তম গ্রেডে ৯২০ পদে নিয়োগ দেবে বেবিচক।

শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অনুসরণীয়:

১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে।

২। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

৩। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৪। শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সন ও প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।

৫। বৃত্তির ক্যাটাগরি (মেধা/সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।

৬। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।

৭। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল ‍(Active) থাকতে হবে।

বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign Up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইমেইল এড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করতে পারবে না। যে সকল শিক্ষার্থীরা ইমেইল এড্রেস এখনও পায়নি তারা অতিদ্রুত স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট-এর সাথে যোগাযোগ করে ইমেইল এড্রেস সংগ্রহ করতে হবে।

আবেদনের প্রক্রিয়ার নিয়মাবলী:

১) ইতোপূর্বে সাইন আপ করে না থাকলে সাইন আপ (Sign Up) বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান পূর্বক সাইন আপ করুন। সাইন আপ হয়ে গেলে/পূর্বে সাইন আপ করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন (Login) করুন।

২) Login করার পর Dashboard-এ ক্লিক করে Apply for Scholarship-এ ক্লিক করতে হবে। এরপর আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

৩) তথ্য পূরণ শেষে সকল তথ্য সঠিক থাকলে "Submit to Scholarship Section" বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করুন। আবেদন সাবমিট না করলে আপনার আবেদনটি বিবেচনা করা হবে না।

ফরম পূরণ করতে কোন সমস্যা হলে বা এ সংক্রান্ত কোন প্রকার তথ্য প্রয়োজন হলে শিক্ষা-৫ [কক্ষ নং- ২০৮(ক)] - মোবাইল নম্বর 01581846500 ( শুধু মাত্র অফিস চলাকালীন সময়ে [সকাল- ০৯.০০ টা থেকে বিকেল- ৪.০০ টা পর্যন্ত]) নম্বরে যোগাযোগ করুন।

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9