১০ মার্চ ২০২৩, ০৯:২৭

ইউজিসির পিএইচডি ফেলোশিপের আবেদন শুরু

ইউজিসির পিএইচডি ফেলোশিপের আবেদন শুরু
ইউজিসি  © লোগো

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি/এমপিও কলেজ এবং মেধাবী শিক্ষার্থীদের  পিএইচডি ফেলোশিপ দেবে ইউজিসি। 

আবেদনের শর্ত:

১। (ক) আবেদনকারীকে অবশ্যই একজন পূর্ণ-সময়ের গবেষক হতে হবে। কোনো খণ্ডকালীন গবেষক ফেলোশিপের জন্য বিবেচিত হবেন না;

(খ) ফেলোশিপের মোট সংখ্যা ৫৫ (পঞ্চান্নটি)। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২৫টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ০৭টি, সরকারি কলেজের জন্য ১৫টি, এমপিও কলেজের জন্য ০৫ টি এবং মেধাবী ছাত্রদের জন্য ০৩টি;

(গ) যেসব আবেদনকারীরা ইতিমধ্যেই যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ-সময়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছেন, যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন তবেই শুধুমাত্র এই ফেলোশিপের জন্য বিবেচনা করা হবে;

(ঘ) ফেলোশিপের ভাতা টাকা। প্রতি মাসে ৩০,০০/- (ত্রিশ হাজার) (যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ৩৬ মাস);

(ঙ) গবেষণার উপযুক্ততা তুলে ধরে গবেষণা প্রস্তাবের একটি সংক্ষিপ্তসার বিষয়, সমস্যার বিবৃতি, গবেষণার ফাঁক, উদ্দেশ্য, গবেষণা পদ্ধতি, জাতীয় স্বার্থে অবদান/প্রাসঙ্গিকতা জমা দিতে হবে;

(চ) প্রাথমিক বাছাইয়ের পর, আবেদনকারী/আবেদনকারীদের ইউজিসি দ্বারা গঠিত কমিটির সামনে গবেষণা প্রস্তাব উপস্থাপন/বিলি করতে বলা হতে পারে।

২। যথাযথ চ্যানেলের মাধ্যমে ইউজিসির নির্ধারিত ফর্মে আবেদন জমা দিতে হবে।

৩।ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র, তথ্য চার্ট, শর্তাবলী ইউজিসি ওয়েবসাইট (http://www.ugc.gov.bd) থেকে ডাউনলোড করা যেতে পারে।

আবেদন ফি: জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ৩,০০০/- (মাত্র তিন হাজার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুকূলে জমা দিয়ে টাকার পে-অর্ডার/ব্যাঙ্ক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়া: প্রয়োজনীয় কাগজপত্র সহ সম্পূর্ণ আবেদনের একটি সেট পরিচালক, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-1207-এ পাঠাতে পারেন অথাবা বায়ো-ডেটা এবং তথ্য চার্ট সহ আবেদনপত্রের সফ্ট কপি (শুধুমাত্র doc/docx ফর্ম্যাটে) Director_research@ugc-এ ইমেইল করতে পারেন।

আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৩