ফুল-ফ্রি স্কলারশিপে নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

ফুল-ফ্রি স্কলারশিপে নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
ফুল-ফ্রি স্কলারশিপে নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়। “আমস্টারডাম মেরিট স্কলারশিপ”-এর আওতায় বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী জানুয়ারি-মে ২০২৩ (বার্ষিক)। অনুষদ ভেদে আবেদনের সময়সীমা আলাদা আলাদা।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আমস্টারডামে দুটি সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় আছে। একটি হল আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং অপরটি আমস্টারডাম মুক্ত বিশ্ববিদ্যালয়। ১৬৩২ সালে পৌরসভা দ্বারা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে শহরের নামের সাথে মিল রেখে নাম রাখা হয় আমস্টারডাম বিশ্ববিদ্যালয়।

এটি নেদারল্যান্ডের ৩য় প্রাচীন বিশ্ববিদ্যালয়। ৩১১৮৬ জন শিক্ষার্থী, ৪৭৯৪ জন প্রসাশনিক কর্মকর্তা, ১৩৪০ জন পিএইচডি শিক্ষার্থী নিয়ে এটি ইউরোপের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। আমস্টারডাম বিশ্ববিদ্যালয় বার্ষিক বাজেট ৬০০ মিলিয়ন। শিক্ষার্থী ভর্তির দিক থেকে এটি নেদারল্যান্ডের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা
• টিউশন ফি প্রদান করবে। 
• জীবনযাত্রার ব্যয়ের একটি অংশ প্রদান করবে।
• অনুষদের উপর নির্ভর করে বৃত্তির পরিমাণ €২,০০০ থেকে €২৫,০০০ পর্যন্ত হতে পারে।
• স্কলারশিপটি এক বছরের জন্য দেওয়া হয়। তবে স্নাতকোত্তর প্রোগ্রামের দ্বিতীয় বছরের জন্য বাড়ানোর সুযোগ  প্রদান করে থাকে।
• আমস্টারডাম মেরিট স্কলারশিপ কখনও কখনও হল্যান্ড স্কলারশিপের সাথে সম্পূরক হতে পারে, আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এ স্কলারশিপটির সদস্য।

আরও পড়ুন: হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, সঙ্গে থাকছে যাতায়াত খরচ

যোগ্যতাসমূহ
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। (সিজিপিএ মোট ৩.৫ বা বেশি হতে হবে)। 
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।

তবে অনুষদ বিভিন্নতায় মানদণ্ড ভিন্ন ভিন্ন হতে পারে। আবেদনকারীকে ফ্যাকাল্টি বা গ্র্যাজুয়েট স্কুলের ওয়েবসাইটগুলিতে নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজনীয়তা, নির্বাচনের মানদণ্ড এবং আবেদনের নির্দেশাবলি দেখে নিতে হবে।

প্রয়োজনীয় নথি
• সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট। 
• মোটিভেশন লেটার (সর্বোচ্চ 500 শব্দের হতে হবে)। 
• ইংরেজি দক্ষতার প্রমাণ (IELTS: 7;00, TOEFL: 100)। 
• আবেকারীর সিভি।

আরও পড়ুন: নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন শেষ মে’তে

আবেদন প্রক্রিয়া: আনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ