ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে

ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন
ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের  ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন (ইপিএফএল)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপ এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২২ ।

স্কুল অফ আর্কিটেকচার, সিভিল এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ,কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেস , বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ,লাইফ সায়েন্সেস এবং কলেজ অফ হিউম্যানিটিজ ,ম্যানেজমেন্ট অব টেকনোলজি ইত্যাদি প্রোগ্রামগুলিতে ফেলোশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের  স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে।

সুযোগ-সুবিধাসমূহ: 
• আবাসন সুবিধা। 
• ফ্রী ফ্রেঞ্চ কোর্স । 
• ২ বছরের ডিগ্রির জন্য প্রতি সেমিস্টারে ১০'০০০ সুইস ফ্রাংক  ( বাংলাদেশী টাকায় প্রায় ১০ লাখ টাকা)  প্রদান করবে। অর্থাৎ দুই বছরের ডিগ্রির জন্য  চার সেমিস্টারে মোট CHF ৪০'০০০ এবং ১.৫ বছরের ডিগ্রির জন্য CHF  ৩০'০০০ সুইস ফ্রাংক  প্রদান করবে ৷
• অন্যান্য খরচ মেটানোর  জন্য আপনাকে পড়াশোনার পাশাপাশি সুইজারল্যান্ডে কাজ করার সুযোগ প্রদান করবে।
• ফেলোশিপের সময়কালে সুইজারল্যান্ডে বা বিদেশে ইন্টার্নশিপের সুযোগ।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 

যোগ্যতাসমূহ-  
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 
• একাডেমিক ফলাফল হতে হবে। 
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• ফেলোশিপটি প্রথম বছরের জন্য প্রদান করা হয়। আপনার ফলাফলের উপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য নবায়ন করা হবে। 

প্রয়োজনীয় নথিপত্র:
• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি। 
• আবেদনকারীর সিভি। 
• একাডেমিক  সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট।
• তিনটি রেফারেন্স লেটার । 
• স্টেটমেন্ট অব পারপাস ।

আবেদন প্রক্রিয়া:
নভেম্বরের মাঝামাঝি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত আবেদনগুলির জন্য এপ্রিলের শুরুতে এবং ১৫ এপ্রিল এর মধ্যে নিবন্ধিত আবেদনগুলির জন্য জুনের শেষে অফার লেটার পাঠানো হয়৷ তাই আপনি নির্দ্বিধায় ডিসেম্বরের সময়সীমা অথবা এপ্রিলের সময়সীমার মধ্যে আবেদন করতে পারেন। 

ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন https://www.epfl.ch/education/admission/admission-2/master-admission-criteria-application/online-application/


সর্বশেষ সংবাদ