স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি
থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ-২০২৩ এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৩।

এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর  লক্ষ্যে হলো উচ্চ শিক্ষা, গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করা।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 

সুযোগ-সুবিধাসমূহ

• সম্পূর্ণ বিনাবেতনে অধ্যয়নের সুযোগ। 
• আবাসন সুবিধা প্রদান। 
• জীবনযাত্রার খরচ প্রদান।
• রেজিস্ট্রেশন ফি প্রদান।

যোগ্যতাসমূহ

• স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক সিজিপিএ ৩.৫/৪.০ থাকতে হবে। 
• পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর  ডিগ্রি থাকতে হবে । একাডেমিক সিজিপিএ স্নাতক এবং স্নাতকোত্তরে ৩.৫/৪.০ থাকতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস ওভারঅল ব্যান্ডস্কোর অন্তত ৬.০ থাকতে হবে। 

আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট

• আবেদনকারীর সিভি।
• আবেদনকারীর পাসপোর্ট।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।
• দুইটি রেফারেন্স লেটার। 
• ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ।  
• রিসার্চ প্রপোজাল। 

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলী মেনে সরাসরি আবেদন করতে হবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://ait.ac.th/financial/royal-thai-government-scholarships/?fbclid=IwAR1WZHZEvgM0TJOJvM-BTyIPwWRf_DGhfTjwUgWOQpRq_CV6HKPZquONvW0


সর্বশেষ সংবাদ