সফিকা খানম শিক্ষা পদক পেলেন ২১ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১১:২৮ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২২, ১২:১৬ AM
দেশের বিভিন্ন জেলার ২১ শিক্ষার্থী ‘সফিকা খানম শিক্ষা পদক-২০২২’ পেয়েছেন। লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেলের পক্ষ থেকে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল আয়োজিত সফিকা খানম শিক্ষা পদক-২০২২ তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।
সাতটি শাখায় মোট ২১ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। লায়ন্সের গভর্নর লায়ন মোস্তফা কামাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের চেয়ারপারসন ফারাহ হাসান খান বলেন, আমরা ‘সফিকা খানম শিক্ষা পদক-২০২২’র আয়োজন করেছি। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা বাড়ানো এবং শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন।
সফিকা খানম সম্পর্কে তিনি বলেন, সফিকা খানম একজন আদর্শ শিক্ষিকা ছিলেন। সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন। ২০২১ সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তিনি তার কর্মে বেঁচে আছেন আমাদের মাঝে।