প্রকৌশল গুচ্ছে ২২তম আকিফ বুয়েটের ভর্তি পরীক্ষায় সপ্তম

আহনাফ আকিফ
আহনাফ আকিফ  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেছেন রাজধানীর নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী আহনাফ আকিফ। এছাড়া তিনি প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২২তম স্থান লাভ করেছিলেন।

আকিফের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়াতে থাকেন। তিনি মাধ্যমিক রাজধানীর মতিঝিল আইডিল স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করেন। উচ্চমাধ্যমিক নটর ডেম কলেজ থেকে পাশ করেন।

ফল প্রকাশের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,  আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। প্রত্যাশা এর থেকে ভাল ফলাফল আসছে। আল্লাহর কাছ  শুকরিয়া। আমার বাবা-মা, বন্ধু ও শিক্ষকের সবারই অবদান এই ফলাফলে। 

তিনি বলেন, আমি এনডিসি (নটর ডেম কলেজ) এর ছাত্র ছিলাম। আমি মনে করি আমার কলেজ লাইফ আমার জীবনে কী ফ্যাক্টর ছিল একটা। কলেজের শিক্ষক, প্রতিযোগিতামূলক পরিবেশ, সাহায্যকারী বন্ধুরা সব মিলিয়ে আমাকে একক সাহায্য করেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবারও বুয়েটে ভর্তি পরীক্ষা ২ ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 

পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই  প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা মনোনীত শিক্ষার্থীরা ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটর ডেম কলেজের তামিম এবং একই কলেজ থেকে দ্বিতীয় হয়েছেন হাবিবুল্লাহ খান এবং ৩য় হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের সুদীপ্ত।


সর্বশেষ সংবাদ