স্টাডি ট্যুরে যাওয়ার পথে বেরোবি শিক্ষার্থীদের বাসে হামলা

আহত ড্রাইভার আলমগীর
আহত ড্রাইভার আলমগীর  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে স্টাডি ট্যুরে যাওয়ার পথে শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনা ঘটেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের বাসের ড্রাইভার আহত হয়। শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫ টায় নাটোরের লালপুরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের বহন করা বাসে হামলার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান।

প্রত্যক্ষদর্শী শিক্ষক সাইদুর রহমান জানান, শিক্ষার্থীদের নিয়ে নাটোরের দর্শনীয় স্থান যাওয়ার পথে লালপুরে একটি ব্রিজ পার হওয়ার সময় স্থানীয় মোটর সাইকেল চালক বাস ড্রাইভারের সাথে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে মোটর সাইকেল চালক অতর্কিত ভাবে লাঠি দিয়ে বাস ড্রাইভারের জানালায় আঘাত করে। এতে জানালার কাঁচ ভেঙ্গে ড্রাইভার আলমগীরের শরীর কেটে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন: সৌদি আরবে শনিবার থেকে রোজা

এ ঘটনা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলে মোটরসাইকেল চালক এসে ক্ষমা চায়।

জানতে চাইলে নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, শিক্ষার্থীদের বাস ভাংচুরের ঘটনা শোনার পর অভিযুক্তকে জিজ্ঞাবাদ করা হয়। পরে স্থানীয় কাউন্সিলের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ