সাত কলেজ

ফাঁকা আসন পূরণের দাবিতে আবারো ভর্তিচ্ছুদের বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনরত শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড়ে আবারো অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টা ১৫ মিনিটে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় সাত কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হলেও চূড়ান্ত মনোনয়নের পর বলা হচ্ছে আসন সংখ্যা ২৩ হাজার ২৬২টি। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

শিক্ষার্থীরা জানান, ফাঁকা আসন পূরণসহ দুই দফা দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি আমরা শাহবাগ ও ২ মার্চ নীলক্ষেতে সমাবেশ করেছি। এরপরও কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেনি। অথচ অনেক শিক্ষার্থী সাত কলেজে অপেক্ষমাণ থাকায় অন্য কোথাও ভর্তি হয়নি।

আরও পড়ুন: ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি

এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সাত কলেজের সবগুলো আসনে শিক্ষার্থী ভর্তির একদফা দাবি আদায়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন। শিক্ষার্থীদের অবরোধের ফলে মুহূর্তেই বন্ধ হয়ে যায় যানচলাচল। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

তবে পুলিশের বাঁধার কারণে বেশি সময় সড়কের থাকতে পারেননি শিক্ষার্থীরা। ঠিক ১০ মিনিটের পরই সড়ক ছাড়তে হয় তাদের।

আরও পড়ুন: ‘নামাজ না পড়ায়’ ছাত্রকে ছুরিকাঘাত, প্রতিবাদে ভিসি বাসভবনের সামনে অবস্থান

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, অবরোধের ফলে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছিল। এমনিতেই গরম এবং রোদে মানুষ বিরক্ত। তার উপর আবার যানজট। তাই আমরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। তাছাড়া ভর্তির বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, সড়ক অবরোধে কোনো বিষয় নয়। তবুও তারা দশ মিনিটের মত এখানে অবস্থান করেছে। সড়কের যানচলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।

উল্লেখ্য, এর আগে সকালেও একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ