ফাঁকা আসন পূরণের দাবি

সাত কলেজে ভর্তিচ্ছুদের নীলক্ষেত মোড়ে অবস্থান

নীলক্ষেত মোড়ে অবস্থান
নীলক্ষেত মোড়ে অবস্থান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) দুপুর ১২টার পর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় সাত কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হলেও চূড়ান্ত মনোনয়নের পর বলা হচ্ছে আসন সংখ্যা ২৩ হাজার ২৬২টি। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন: মাধ্যমিকেও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শিগগিরই: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা জানান, ফাঁকা আসন পূরণসহ দুই দফা দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করেছি। এরপরও কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেনি। অথচ অনেক শিক্ষার্থী সাত কলেজে অপেক্ষমাণ থাকায় অন্য কোথাও ভর্তি হয়নি।

আরও পড়ুন: সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: শিক্ষামন্ত্রী

এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সাত কলেজের সবগুলো আসনে শিক্ষার্থী ভর্তিসহ দুই দফা দাবি আদায়ে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর ঢাবি ভিসির কার্যালয়ের সামনেও অবস্থান নেবে ভর্তিচ্ছুরা।

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো বিশ্ববিদ্যালয়


সর্বশেষ সংবাদ