বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আগুন, ৪ কক্ষ পুড়ে ছাই

বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আগুন, ৪ কক্ষ পুড়ে ছাই
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আগুন, ৪ কক্ষ পুড়ে ছাই  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাদিয়া ছাত্রাবাসে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪টি কক্ষ পুড়ে গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

ছাত্রাবাসটির প্রথম ২টি ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে এবং অন্য দুটো রুমের আংশিক পুড়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন অগ্নি নির্বাপক দলের লিডার একাব্বর আলী।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিম্নমানের তার থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নেভানোর জন্যে পানির সোর্সের অভাব ছিল। যার কারণে টিমের কাজে বিঘ্ন ঘটেছে।

আগুন লাগার ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান এবং ছাত্র পরামর্শক ও উপদেষ্টা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিন কোরিয়ার দেগু বিশ্ববিদ্যালয়ে

মেস মালিক নাজমুল করীম সোহাগের জানান, ছাত্রাবাসটিতে ১৬ জন শিক্ষার্থী থাকে। তবে শিক্ষার্থীদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ৯ জন শিক্ষার্থী ছাত্রাবাসটিতে অবস্থান করে।

মেস মালিক নাজমুল করীম সোহাগের বলেন, নামাজ পড়ার পর মেসের পাশেই বসে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। বালতি দিয়ে পানি দেওয়া শুরু করি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা দাবি করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী মঈন খান বলেন, রুমে ল্যাপটপ, চার্জার, রাইস কুকার, ইউকেলেলে, ঢোলসহ প্রায় লাখ টাকার জিনিসপত্র ছিল। সবকিছুই আগুনে পুড়ে গেছে। শুধুমাত্র একাডেমিক কাগজপত্রের দুটি ফাইল অর্ধপোড়া অবস্থায় বের করে আনতে পেরেছি।


সর্বশেষ সংবাদ