ক্যাম্পাসে পরিছন্নতা অভিযানে ইবির শিক্ষার্থীরা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২২, ০৪:৪৬ PM
মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং কাধে বস্তা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে একদল শিক্ষার্থী যত্রতত্র পড়ে থাকা ময়লা-আবর্জনা কুড়িয়ে বস্তাবন্দী করছেন। তাদের দেখে মনে হবে পরিছন্নতাকর্মী। কিন্তু তা নয়, বরং তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ডিসপোজাল ম্যানেজমেন্ট কোর্সের ব্যবহারিক কাজের অংশ হিসাবে ইবি আঙিনায় পরিষ্কার-পরিছন্নতা অভিযানে নামে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ভিসিকে অবাঞ্চিত ঘোষণা, রাষ্ট্রপতিকে চিঠি
এ পরিছন্ন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন পুষ্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এতে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ কাজের অংশ হিসাবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, জিয়া মোড় এলাকা, ডায়না চত্বর, আমবাগান, এ্যাকাডেমিক ভবন এবং রাস্তার আশেপাশে যত্রতত্র পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। এতে ক্যম্পাসের বিভন্ন জায়গা থকে আবর্জনা কুড়িয়ে একশত বস্তা হয়। পরে সেগুলে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়। পুষ্টি বিজ্ঞান বিভাগের তিন বর্ষের শতাধিক শিক্ষার্থী ২০টি দলে বিভক্ত হয়ে এ পরিছন্নতা কাজে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: ঢাবি শিক্ষক সমিতির নীরবতা নিয়ে প্রশ্ন সাদা দলের
পরিছন্ন অভিযানে অংশ নেয়া শিক্ষার্থী ইব্রাহীম হোসেন বলেন, আমরা কোর্স শিক্ষকের নির্দেশে ক্যাম্পাসে পরিষ্কার পরিছন্নতার কাজ করেছি। পরিষ্কার পরিছন্নতা অভিযানে অংশ নিয়ে আমাদেরও ভাল লাগছে। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিছন্ন করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে।
এ বিষয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বিভাগের একটি কোর্স ডিসপোজাল ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে মনে হলো বিষয়টি শিখতে মাঠপর্যায়ে শিক্ষার্থীদের ট্রেনিং প্রয়োজন৷ ময়লা-আবর্জনার ক্ষতিকর দিকগুলো হাতে কলমে শিখতে পারলো। তবে এ কর্যক্রমের মূল উদ্দেশ্য ছিল জনসচেতনতা সৃষ্টি করা।