সাত কলেজ

কলেজ ও বিষয় চয়েসের ফল চলতি সপ্তাহে

কলেজ ও বিষয় চয়েসের ফল চলতি সপ্তাহে
কলেজ ও বিষয় চয়েসের ফল চলতি সপ্তাহে  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির কলেজ ও বিষয় চয়েজের ফল চলতি সপ্তাহে হতে পারে। ফলের বিষয়ে এ সপ্তাহে বৈঠক আহ্বান করেছেন ডিনস কমিটি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, বিজ্ঞান, কলা ও মানিবক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনদের সমন্বয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ফলের তারিখ চূড়ান্ত করা হবে। এতে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: সাক্ষাৎকারের আগেই ভর্তিচ্ছুদের কলেজ-বিষয় জানিয়ে দেবে ঢাবি

সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তির কলেজ ও বিষয় নির্বাচন গত ০৮ ডিসেম্বর থেকে শুরু হয়। এতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করেছেন। আবেদন শেষ হয়েছে গত ২০ ডিসেম্বর। তবে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সে তথ্য এখনো জানা যায়নি।

আরও পড়ুন: প্রতিনিধি ছাড়াই সাত কলেজের সিদ্ধান্ত নেয় ঢাবি, আলাদা বোর্ড দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাত কলেজের বিষয় ও কলেজ চয়েসের সময় শেষ হয়েছে। ফলও মোটামুটি প্রস্তুত। সফ্টওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ রেজাল্ট প্রস্তুত হচ্ছে। নির্দেশনা পেলেই এ রেজাল্ট প্রকাশ করা হবে।

আরও পড়ুন: সাত কলেজে ভর্তিযুদ্ধ: সুযোগ পাবেন ২৬ হাজার শিক্ষার্থী

এর আগে, গত ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৭.৯ শতাংশ।

এ বছর সাত কলেজে তিন ইউনিটে মোট ২৬ হাজার ১৬০টি আসন রয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৬৫০০টি । বাণিজ্য ইউনিটে মোট আসন ৫৩১০টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১৪৩৫০টি।


সর্বশেষ সংবাদ